Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

 

বিএডিসি সেচ বিভাগ কর্তৃক সেবা সমূহ:

১। সেচ যন্ত্র স্থাপন ও সেচ সেবা:

বিএডিসি বর্তমানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১ কিউসেক/০.৫ কিউসেক সোলার এলএলপি স্থাপন করছে। সোলার এলএলপি পেতে ভূউপরিস্থ পানি তথা পুকুর/খাল/বিল/নদী যেখানে বছরে সবসময় পানি পাওয়া যায়, সেই সকল জায়গায় কৃষকরা এলএলপির জন্য আবেদন করলে এবং তা অফিস কর্তৃক যাচাইয়ে উপযুক্ত হলে বরাদ্দ থাকা সাপেক্ষে কৃষকগণ পার্টিসিপেশন ফি প্রদান করে বাৎসরিক ভাড়া প্রদানের মাধ্যমে এলএলপি সেচ যন্ত্র পাবেন। তাছাড়া ইতোমধ্যে স্থাপনকৃত বিভিন্ন গনকু/অনকু/এলএলপি দ্বারা সল্প মূল্যে সারাবছর সেচ সেবা দেওয়া হচ্ছে।

২। সেচ দক্ষতা বৃদ্ধি সেবা:

বিএডিসি বিভিন্ন পুরাতন সেচ যন্ত্রের কাঁচানালা/পাকানালা প্রতিস্থাপিত করে ভূগর্ভস্থ নালা স্থাপন করছে। এছাড়া আগের ভূগর্ভস্থ সেচনাল সম্প্রসারণ করছে।

৩। গ্রাউন্ড ওয়াটার জোনিং ম্যাপ:

বিএডিসি সেচ বিভাগ বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত পর‌্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী সারাদেশের ভূগর্ভস্থ পানির স্তরের তুলনামূলক চিত্র ম্যাপ আকারে প্রকাশ করছে

৪। খাল খনন:

বিভিন্ন মজা খাল খনন করে খালে পানি ধারণক্ষমতা বৃদ্ধি ও বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।

৫। হাইড্রোলিক স্টাকচার নির্মাণ:

কৃষকের মাঠ থেকে ফসল নিয়ে আসতে, বন্যার পানি নিয়ন্ত্রণে বিভিন্ন হাইড্রোলিক স্টাকচার তথা ফুটব্রিজ/কালভার্ট/রেগুলেটর ইত্যাদি নির্মাণ করা হচ্ছে।

৬। প্রশিক্ষণ:

সেচ দক্ষতা বৃদ্ধি ও সেচযন্ত্র রক্ষাণাবেক্ষনে পাম্প অপারেটর ও কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।