বিএডিসির অনলাইন সেবাসমূহ:
১। গ্রাউন্ড ওয়াটার জোনিং ম্যাপ।
বিএডিসি সেচ বিভাগ বাংলাদেশের ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী সারাদেশের ভূগর্ভস্থ পানির স্তরের তুলনামূলক চিত্র ম্যাপ আকারে প্রকাশ করছে যা অনলাইনে http://badc.gov.bd/site/page/821c0395-1a32-42bb-8666-fbc4819e83cb/%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA লিংকে প্রবেশ করে যেকেউ দেখতে পারবেন। উক্ত ম্যাপে সবুজ চিহ্নিত এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ভালো অবস্থায় থাকা বুঝায়। অপরদিকে লাল চিহ্নিত এলাকাায় পানির স্তর বিপদজনক সীমায় চলে গেছে বুঝায়। ম্যাপটির যে কোন জায়গায় কারসোর দিয়ে ক্লিক করলে ওই জায়গার পানির স্তরের গভীরতা প্রদান করে। এভাবে আমরা যেকেউ অনলাইনে বাংলাদেশের যেকোন জায়গার পানির স্তরের তথ্য জানতে পারব, এক নিমিষেই।
২। বিএডিসি তথ্য সেবা।
কৃষি ও কৃষক সংক্রান্ত বিভিন্ন তথ্য www. badc.gov.bd লিংকে প্রবেশ করে বিএডিসি’র ওয়েবসাইট থেকে অনলাইনে যেকেউ দেখতে পাবেন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS